শিরোনাম
আসসালামু আলাইকুম। দীর্ঘ ৩৫ বছর পর জীর্ন ঘরে বিদ্যুৎ পেল মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ ফেনুয়া গ্রামের বিধবা হতদরিদ্র আকলিমা আক্তার। স্বামী হারিয়েছে দীর্ঘ ১৭ বছর আগে। ১৮ বছরের একমাত্র প্রতিবন্ধী ছেলে ছয়মাস ধরে নিখোঁজ। উপার্জনের কেউ নেই। মানুষের দয়া-দাক্ষিণ্যে খেয়ে-না খেয়ে কোন রকমে দিন চলে যায়। বিদ্যুতের ইচ্ছে হলেও দারিদ্র্য তা প্রকাশ করতে দেয়নি। বলেও নি কোনদিন কাউকে। অন্ধকারে কাটে নিঃসঙ্গ একাকী জীবন। এক সংবাদ কর্মীর মাধ্যমে খবর পেয়ে দিনের মধ্যে বিনা খরচে আজ বিদ্যুৎ সংযোগ দেয়া হল তাকে। বিদ্যুতের আলো পেয়ে খুশিতে বাকরুদ্ধ আকলিমা আক্তার। নিজে উপস্থিত থেকে বিদ্যুৎ চালুর সময় পাশে ছিলেন ডিজিএম, মনোহরগঞ্জ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গ্রামের অনেক মুরুব্বীয়ান। তাৎক্ষনিকভাবে উপস্থিত ইউপি চেয়ারম্যান ঘরটি মেরামত করে দেয়ার আশ্বাস দিলেন। বিদ্যুৎ কর্মী হিসেবে একজন অসহায় মানুষের সামান্য উপকার করতে পেরে আজ নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। জিএম, কুমিল্লা পবিস -৪।